পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোরী ও আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহাপুর ইউনিয়নের মাধবপুর ও পাকশি দাশপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সকাল ৮টার দিকে আওতাপাড়া থেকে রূপপুরগামী একটি সিএনজিতে যাত্রী ছিলেন অজ্ঞাত ওই কিশোরী। পথে সাহাপুর ইউনিয়নের মাধবপুর এলাকায় পৌঁছালে সিএনজিটি উল্টে যায়। এ সময় কিশোরীটি সড়কের ওপর ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে, তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।
অন্যদিকে, সকাল ১১টার দিকে পাকশি দাশপাড়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয় শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল। নিহত পিয়ারুল লাল সাড়া ইউনিয়নের তালতলা মৌলভীবাজার এলাকার মিলন হোসেনের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আ স ম আব্দুন নূর বলেন, “পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অজ্ঞাত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর শিশু নিহতের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
Leave a comment