কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের যৌথ অভিযানে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টিএনটি আর্মি ক্যাম্প এলাকার একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিন ও জলু মিয়া।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে যানটি আটক করা হয়। তল্লাশিতে বিশেষভাবে লুকানো ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল ও জলু ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে উদ্ধারকৃত ইয়াবা স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক উইক্য সিং বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে।”
উখিয়া থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। যেকোনো মূল্যে এই অপরাধ চক্রকে নির্মূল করা হবে।”
Leave a comment