Home Health সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা
Health

সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

Share
Share

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার রাতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আসামিরা সবাই আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটরস ফোরামের সদস্য। অভিযোগ অনুযায়ী, বিদেশ থেকে আসা ফোন কল দেশি অপারেটরে স্থানান্তরের লাইসেন্স নেওয়ার পর তাঁরা সরকারের কাছে প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আইজিডব্লিউ অপারেটরদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তোলার পাশাপাশি সরকারের পাওনা রাজস্ব ফাঁকি দেওয়ারও প্রমাণ পাওয়া যায়।

এর আগে চলতি বছরের ৭ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুই হাজার কোটি টাকার বেশি অনাদায়ি রেখে হঠাৎ করেই কার্যক্রম গুটিয়ে নেয়।

তিনি জানান, আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণে ২০১৩ সালে সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে ‘আইজিডব্লিউ অপারেটরস ফোরাম’ বা আইওএফ গঠিত হয়। সেই সময় থেকেই দলীয় প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এসব কোম্পানি বিপুল অর্থ তুলে নেওয়ার সুযোগ পায়।

বিটিআরসি জানিয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অডিট অনিয়ম ও অনাদায়ি অর্থ উদ্ধারে নতুন উদ্যোগ শুরু হলো বলে মনে করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার নিহত

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার এইচ এম মস্তফা জোয়ারদার (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

গাজীপুরে দুই পা বিচ্ছিন্ন করে কৃষককে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মনির মোল্লা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা...

Related Articles

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে...

খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে ফিরছেন জুবাইদা রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে...

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই উন্নত চিকিৎসার জন্য...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজন মারা গেছেন। এই সময়ে...