Home আন্তর্জাতিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা

Share
Share

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বেলজিয়াম জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার মূল দিকগুলো—
• ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা,
• ইসরায়েলি কোম্পানির সঙ্গে বেলজিয়ামের সরকারি ক্রয়চুক্তি পুনর্মূল্যায়ন।
প্রিভোট জানান, গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক সংকট নিরসনের লক্ষ্যেই বেলজিয়ামের এই সিদ্ধান্ত।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ৯–২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফ্রান্স ও বেলজিয়ামের এই অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার পরিকল্পনা করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বের প্রায় ১৪৭টি দেশ—যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ—ফিলিস্তিনকে ইতোমধ্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন। এমন এক প্রেক্ষাপটেই বেলজিয়ামের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০৫ টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক...

আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর:...

Related Articles

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা,এলডিপিতে অস্থিরতা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)–কোমেইতো...

গাজার অনাহার আড়াল করতে গুগলকে ৪৫ মিলিয়ন ডলার দিল ইসরায়েল: ড্রপ সাইট নিউজের তদন্ত

গাজার ভয়াবহ মানবিক সংকট ও অনাহারের চিত্র ঢাকতে প্রপাগান্ডা ছড়ানোর জন্য ইসরায়েল...

চন্দ্রগ্রহণ ও রাসূলুল্লাহ (সা.) এর দিকনির্দেশনা!

আল্লাহ তাআলার সৃষ্টির অনন্য নিদর্শন সূর্য ও চন্দ্র। সময়ের আবর্তে চন্দ্রগ্রহণ ও...

সীমান্তের শূন্যরেখায় মেয়ের আকুতিতে মায়ের শেষ মুখ দেখা, বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ

মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষবারের মতো মুখ দেখা হবে কিনা, সেই অনিশ্চয়তায়...