Home জাতীয় অপরাধ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অপরাধআওয়ামী লীগজাতীয়রাজনীতিসরকার

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমসহ মোট ৭২ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা। তিনি বলেন, সম্প্রতি ‘জয় বাংলা ব্রিগেড’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল মিটিংয়ে তারা সরকার উৎখাতের পরিকল্পনা করেন।

সিআইডির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত অনলাইন মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। সিআইডির তথ্য অনুযায়ী, ওই ভার্চ্যুয়াল সভায় দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন।

সিআইডির তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মিটিংয়ে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা করেন। তাঁরা বর্তমান সরকারকে উৎখাতের জন্য গৃহযুদ্ধের ঘোষণা দেন। এ ধরনের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে সিআইডি।

আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডিকে। দেশব্যাপী আলোচিত এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার দল ও সমর্থকেরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই মামলা করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস

টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী...

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার...

পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে শুরু হওয়া তুমুল আলোচনা-সমালোচনার...

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা...