চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড ৫৮ হাজার কোটি টাকার ঘাটতিতে পড়েছে। একই সময়ে গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়েও পিছিয়ে রয়েছে এনবিআর।
গত অর্থবছরের প্রথমার্ধে আদায় হয়েছিল ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরে আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এনবিআর জানায়, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৪ হাজার কোটি টাকা। তবে ছয় মাসে আদায় হয়েছে মাত্র ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ হাজার ৭২৩ কোটি টাকা কম।
তিন প্রধান খাত আয়কর, ভ্যাট ও কাস্টমসের মধ্যে ভ্যাটে প্রবৃদ্ধি মাইনাসে (-৫.৪৫%) রয়েছে।
লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৬৮ কোটি টাকা, আদায় হয়েছে ৫২ হাজার ১৬২ কোটি টাকা। তবে গত বছর একই সময়ে আদায় ছিল ৫০ হাজার ৮৪৫ কোটি টাকা।
কাস্টমস খাতে: লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ৯৫২ কোটি টাকা, আদায় হয়েছে ৪৯ হাজার ৮০ কোটি টাকা।
ভ্যাট খাতে: লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৩১৭ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫৫ হাজার ১৭৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩ হাজার ১৮৩ কোটি টাকা কম।
এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি এবং বড় প্রকল্পে অর্থ ছাড় কমে যাওয়ার কারণে রাজস্ব আদায়ে এই ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া, আইভাস (IVAS) প্রযুক্তির মাধ্যমে রাজস্ব হিসাব নেওয়া হচ্ছে, ফলে মাঠ পর্যায়ের বাড়তি রাজস্ব দেখানোর সুযোগ নেই।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে এনবিআরের লক্ষ্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।
আয়কর থেকে লক্ষ্যমাত্রা: ১ লাখ ৭৫ হাজার ৬২০ কোটি টাকা।
ভ্যাট থেকে: ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি টাকা।
সম্পূরক শুল্ক: ৬৪ হাজার ২৭৮ কোটি টাকা।
অক্টোবর থেকে রাজস্ব আদায়ে কিছুটা গতি এলেও ডিসেম্বর পর্যন্ত এই ঘাটতি পূরণ হয়নি। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Leave a comment