ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘনিষ্ঠ বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন খাইরুল আমিন (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উমর হাসান (২৩) মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের পশ্চিমপাড়ার চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উমর ও খাইরুল শৈশবের বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে খাইরুল সিঁদ কেটে উমরের ঘরে ঢোকে। এরপর ধারালো দা দিয়ে উমরের ঘাড় ও হাতে একাধিক কোপ দেয় এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে গেলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যেই ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।” নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a comment