ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান এই খ্যাতিমান গায়ক। ঘটনার পর বিশেষ তদন্ত কমিটি গঠন করা হলে প্রথম গ্রেপ্তার হিসেবে উঠে আসে শেখরজ্যোতির নাম।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আসামের গরিগাঁওয়ের নিজ বাড়ি থেকে শেখরজ্যোতিকে আটক করে পুলিশ। তদন্ত সূত্রে জানা গেছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জুবিন ওইদিন ডাইভিংয়ে অংশ নেন। কিন্তু পানিতে নামার পর আর তীরে ফিরতে পারেননি তিনি।
একই দিনে সিঙ্গাপুরের নর্থ–ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে তদন্ত কর্মকর্তারা। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই আটক করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ।
গত ২০–২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ–ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগের দিনই তার মৃত্যু ঘটে। যদিও গায়কের মৃগী রোগের ইতিহাস ছিল, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারি ঘটনায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে
Leave a comment