বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে। তাই আল্লাহর ওপর ভরসা রেখে তিনি নিজেই বিদেশ না গিয়ে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশের সাধারণ মানুষ বিদেশে চিকিৎসার সুযোগ পান না, তাঁরা দেশীয় চিকিৎসার ওপর নির্ভরশীল। তাই জনগণের মতো তিনিও দেশেই চিকিৎসা নেবেন। তিনি বলেন, “রাজনীতিবিদরা যদি দেশে চিকিৎসা নিতেন, তবে চিকিৎসা ব্যবস্থার ঘাটতিগুলোও পূরণ হয়ে যেত।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সোনার বাংলার স্বপ্ন দেখাবেন অথচ অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন—এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”
এ সময় তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি বা কম মূল্যে সরকারি প্লট গ্রহণ করবেন না। তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানান, ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে।
Leave a comment