যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এসব ট্রাকে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে এই ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম তিন দিন রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ৩০০ ট্রাক প্রবেশ করেছিল।
তবে মৃত জিম্মিদের মরদেহ ফেরত না দেওয়ায় ইসরায়েল সাময়িকভাবে ত্রাণ বন্ধ করে দিয়েছিল। পরে হামাস নতুন করে মরদেহ ফেরত দেওয়া শুরু করলে ইসরায়েলি মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, “হামাস চুক্তির শর্ত না ভাঙলে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরুর আগেই গাজার প্রায় এক-তৃতীয়াংশ জনগণ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। দুই বছরের অভিযানে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই শিশু।
সূত্র: রয়টার্স
Leave a comment