পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে টালমাটাল পরিস্থিতির মধ্যে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ সিদ্ধান্ত জানান। খবর বিবিসি ও আলজাজিরা
রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে টানা বিক্ষোভ ও সহিংসতায় চাপে পড়ে রাজোয়েলিনা বলেন, “যদি আমাদের সরকারের সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।” তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন এবং তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংলাপে বসার প্রতিশ্রুতিও দেন।
দেশটিতে দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহের সংকটে ক্ষুব্ধ হয়ে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভে নামে তরুণরা। পরে তা সহিংস রূপ নেয়। হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগ দাবি করে রাস্তায় নামে। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করে, বিক্ষোভ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলে এবং জনগণকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।
বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন ও পূর্ব তিমুরের মতো মাদাগাস্কারেও জেন-জি প্রজন্মের আন্দোলন দানা বেঁধেছে। এই বিক্ষোভকে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
Leave a comment