Home আন্তর্জাতিক ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল টিটিপি
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল টিটিপি

Share
Share

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। উগ্রপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি এক বিবৃতিতে জানিয়েছে- তাদের এই হামলার লক্ষ্য ছিল ‘পাকিস্তানের অনৈসলামিক আইন অনুযায়ী রায় কার্যকর করা বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তারা।’ সংগঠনটি আরও হুমকি দিয়েছে, দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ‘দুপুর ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের জেলা আদালত ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে আদালত কমপ্লেক্সে ঢোকার সময়ই প্রবেশদ্বারের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে—লোকজন দৌড়াতে থাকে, গাড়িগুলোতে আগুন ধরে যায়।’

আরেক আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, ‘বিস্ফোরণটি ছিল ভয়াবহ। আমি গেটের সামনে অন্তত পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখি।’ পাকিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে টিটিপি-র হামলা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা দুর্বল হওয়ায় জঙ্গিগোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার...

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি

বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সরকার আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে। আইন, বিচার ও...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় বাস–ট্রাক সংঘর্ষে ১০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত...

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় তোফাজ্জল বিশ্বাস (৫০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক...

কুমিল্লায় মা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা সদর উপজেলার বসন্তপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ জানানোর কারণে মা-ছেলেকে এক...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং...