ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কঠোর অবস্থানের কথা জানাল বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে কোনোভাবেই ভারতের কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আইসিসির নিজস্ব পর্যবেক্ষণেই উঠে এসেছে যে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব এলেও বাংলাদেশ সেই সিদ্ধান্তে সম্মত হবে না।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের মতো পরিবেশ নেই। তাই দেশের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে দৃঢ় অবস্থানে রয়েছে সরকার।
Leave a comment