মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগও গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালের আদেশের আগে প্রসিকিউশন অভিযোগপত্র উপস্থাপন করে জানায়, চব্বিশের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে জনগণের ওপর দমন-পীড়ন চালানোসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়।
Leave a comment