রাঙ্গামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে রোববার সন্ধ্যার পর বন্যহাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। বন বিভাগের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতরা হলেন— মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা ঝর্না চাকমা (৭০) ও জীপতলী বড়াদম এলাকার বাসিন্দা সুবিতা চাকমা। রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, সন্ধ্যার পর ছড়াপাড়া মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বন্যহাতির একটি দল এক যাত্রীবিহীন অটোরিকশায় আক্রমণ করে। এ সময় চালক পলাতে সক্ষম হন। পরে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলো সরানোর কাজ পরিচালনা করে।
ঠিক সেই সময় কামিলাছড়ি ১ নম্বর রোড এলাকায় বন্যহাতির আরেকটি দল অপর একটি অটোরিকশায় আক্রমণ করে। এতে দুজন নারী গুরুতর আহত হন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুবিতা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তবে সেখানে তারও মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় বন কর্মকর্তা ও রেঞ্জ অফিসারদের সঙ্গে পুলিশের একত্রীকৃত উদ্যোগে সড়ক থেকে বন্যহাতিগুলো সরিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, “এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ও সতর্কতা জরুরি।”
Leave a comment