মাদারীপুরের শিবচর উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, স্ত্রীর সঙ্গে বাবার পরকীয়া সম্পর্কের অভিযোগে ছেলে বাবাকে হত্যা করেছে। রোববার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টুইন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফারুক মিয়া (২৭)। ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেয়নি পরিবার। যার সঙ্গে পরিবার বিয়ে করিয়েছে সেই স্ত্রীর সঙ্গে রয়েছে বাবার অবৈধ সম্পর্ক। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যায়। তবে এত কিছু মেনে নিতে পারেনি ফারুক। তাই বাবাকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
ফারুক বাবাকে নিয়ে কাজের সন্ধানে শিবচর উপজেলায় আসে। রাতের বেলা তার সাবেক স্ত্রীর সঙ্গে বাবার মোবাইলে কথোপকথনের পর, যখন মতি ঘুমিয়ে পড়েন, ফারুক কোতাল দিয়ে ঘুমন্ত বাবাকে আক্রমণ করে। মাত্র আড়াই মিনিটে ১৭টি কোপ দেয়। হত্যার পর লাশের পাশে বসে সিগারেট ধরিয়ে টানতে দেখা যায় তাকে।
শব্দ শুনে পাশের ঘর থেকে বাড়ির মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ফারুককে চুপচাপ বসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে আটক করে। এ সময় ব্যবহৃত কোদাল, রক্তাক্ত জামা-কাপড় ও অন্যান্য আলামত জব্দ করা হয়।
মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ফারুক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবচর থানার পুলিশ ক্রমাগত তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্ররোচনা ও অন্যান্য সম্ভাব্য সহযোগীর খোঁজ চলছে।
Leave a comment