গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি চরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে তিনি মাঠে কাজ করছিলেন। দুপুরে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে কৃষক আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Leave a comment