বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা বাংলাদেশি কর্মী ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন তারা। সাধারণত বিদায়ী সংবর্ধনা অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আয়োজন করা হলেও, একজন সাধারণ কর্মীকে এমনভাবে সম্মানিত করা শিক্ষার্থীদের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আইন অনুষদের হলরুমজুড়ে শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন ইসলামকে বিদায় জানাতে। কেউ তার হাতে ফুলের তোড়া তুলে দেন, কেউ মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।
বিদায় মুহূর্ত আরও আবেগঘন হয়ে ওঠে, যখন এক শিক্ষার্থী ইসলামকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করে কপালে চুমু দেন। এমন অকৃত্রিম ভালোবাসা ও সম্মান দেখে ইসলামও চোখের পানি ধরে রাখতে পারেননি। আবেগে আপ্লুত হয়ে তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, বরং তাদের জীবনের অংশ হয়ে উঠেছিলেন। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের নানা কাজে আন্তরিকভাবে সম্পৃক্ত থেকে তিনি সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেন। একজন শিক্ষার্থী বলেন, “তিনি শুধু কাজ করতেন না, আমাদের সুখ-দুঃখের অংশীদার ছিলেন। তার অভাব আমরা গভীরভাবে অনুভব করব।”
আরেকজন বলেন, “বিদায় সবসময় কষ্টের। তবে আমরা চেয়েছি তাকে জানাতে, আমাদের কাছে তিনি কতটা প্রিয়।” শিক্ষার্থীদের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন প্রবাসী কর্মীর প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান, বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে।
বাংলাদেশি প্রবাসীরা সাধারণত কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তবে খুব কমই এমন সম্মান পান। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ তাই প্রবাসী সমাজের জন্য এক অনন্য বার্তা হয়ে থাকবে।
Leave a comment