ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জে অবস্থিত শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। অন্তত ১৭ জন ছাত্রী অভিযোগ করেছেন, বৃত্তি ও সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে তাদের যৌন হয়রানি করতেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, দিল্লি পুলিশের তদন্তে ৩২ জন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন সরাসরি চৈতন্যানন্দের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগকারীদের অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, চৈতন্যানন্দ ছাত্রীদের সাথে অশ্লীল ভাষায় কথা বলতেন, আপত্তিকর বার্তা পাঠাতেন এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করতেন। আশ্রমের কয়েকজন ওয়ার্ডেন ও নারী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমেও ছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা হতো।
দক্ষিণ-পশ্চিম দিল্লির উপকমিশনার (ডিসিপি) অমিত গোয়েল সাংবাদিকদের জানান,“অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাসভবন ও আশ্রমে অভিযান চালানো হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে।” তদন্তের সময় ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে জাল কূটনৈতিক নম্বরপ্লেট (৩৯ ইউএন ১) লাগানো একটি বিলাসবহুল ভলভো গাড়িও জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক সংস্থা ‘দক্ষিণম্নয় শ্রী শারদা পীঠ, শ্রীঙ্গেরি’ এক বিবৃতিতে জানিয়েছে, চৈতন্যানন্দের আচরণ ছিল অবৈধ ও অনৈতিক। এ ঘটনায় তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্কও ছিন্ন করা হয়েছে।
Leave a comment