লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক কলহের জেরে অভিমান করে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ছিল ৯ মাসের সন্তান।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সোমবার রাতের কোনো এক সময়ে কুমারপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাতেই পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন:
• অলি মিয়া, ৩০, কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে
• ছকিনা বেগম, ২৫, অলির স্ত্রী এবং ৯ মাসের অন্তঃসত্ত্বা
রাত গভীর হলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর দেওয়া হলে হাতীবান্ধা থানার পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়া ও ছকিনা বেগমের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর অলি বাড়ি ফিরলে তার মায়ের সঙ্গে ঝগড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাকে গালাগাল ও শারীরিকভাবে আঘাত করেন।
অভিমান করে অলির মা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চান। বিচার প্রক্রিয়ার খবর পেয়ে রাতে অলি ও ছকিনা নিজ ঘরের দরজা বন্ধ করে একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, “চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার পর অভিমান থেকেই তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।”
এলাকাবাসী জানিয়েছেন, সংসার জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক অশান্তি এবং অভিমানের দুঃসহ বোঝা সহ্য করতে না পেরে দম্পতি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয়রা দম্পতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a comment