Home জাতীয় দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত থাকবে পুলিশ: আইজিপি
জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত থাকবে পুলিশ: আইজিপি

Share
Share

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা–সংক্রান্ত সভায় বলেন, পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে।

আইজিপি জানান, দুর্গাপূজা চলাকালে পুলিশের পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও মাঠে থাকবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট সব সময় প্রস্তুত থাকবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

এবার ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইজিপি বলেন, পূজার আগে, পূজা চলাকালে, প্রতিমা বিসর্জন ও পূজা–পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

সভায় র‍্যাব, এসবি, হাইওয়ে পুলিশ, এটিইউ, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদ্‌যাপন পরিষদসহ হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা।

সভায় পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের পূজা চলাকালে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে...

লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটি থেকে ২৫ বাংলাদেশি আটক

লিবিয়ার ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে মিসরাতায় অবস্থিত একটি মানবপাচার চক্রের ঘাঁটিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে...

Related Articles

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি...

যশোর জেলা কারাগারে অসুস্থ হয়ে নারী কয়েদির মৃত্যু

যশোর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন নারী কয়েদি...

হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারাকে জড়িয়ে ভুয়া ভারতীয় ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি...

গাইবান্ধার ঘাঘট নদী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক...