খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক শিকারির নাম মিজানুর রহমান। তিনি কয়রার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজীর ছেলে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সামগ্রী ও আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান বলেন, “বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মিজানুরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।”
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment