Home আন্তর্জাতিক পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স
আন্তর্জাতিক

পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স

Share
Share

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে ভ্লাদিমির পুতিন ও সি চিন পিংয়ের আলাপচারিতার ভিডিও সরিয়ে ফেলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ভিডিওটির ব্যবহার নিয়ে আপত্তি জানালে এবং আইনি অনুমতি প্রত্যাহার করলে রয়টার্স এই পদক্ষেপ নেয়।

ঘটনাটি ঘটেছিল গত বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও চীনের কাছে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ফাঁকে হাঁটতে হাঁটতে কথোপকথন করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। অসতর্কতাবশত মাইক্রোফোনে ধরা পড়ে তাঁদের আলোচনা, যা সরাসরি সম্প্রচারিত হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে।

আলোচনায় পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে অঙ্গ প্রতিস্থাপন বারবার করা সম্ভব, যা মানুষকে দীর্ঘায়ু এমনকি অমরত্বের কাছাকাছি নিয়ে যেতে পারে। জবাবে সি মন্তব্য করেন, এই শতাব্দীতে হয়তো মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে।

সিসিটিভির ক্যামেরায় ধারণ করা এই ভিডিও রয়টার্স লাইসেন্স নিয়ে সংগ্রহ করলেও সম্পাদনা করে চার মিনিটের একটি ক্লিপ প্রকাশ করে, যা বিশ্বের এক হাজারেরও বেশি সংবাদমাধ্যমে পৌঁছে যায়। পরে সিসিটিভির আইনজীবীরা অভিযোগ করেন, ভিডিও সম্পাদনার মাধ্যমে আসল বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও কোন অংশে সমস্যা রয়েছে, তা স্পষ্ট করেনি সিসিটিভি।

চীনের আপত্তির পর রয়টার্স ভিডিওটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় এবং গ্রাহকদের জানায়, আর প্রকাশের অনুমতি নেই। তবে সংস্থাটি কোনো দোষ স্বীকার করেনি। বরং তারা জানায়, ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ ও সঠিক সাংবাদিকতার মানদণ্ডে কোনো ঘাটতি পাওয়া যায়নি।

পুতিন ও সির এ কথোপকথন বিশ্বজুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চীনের আপত্তি এবং রয়টার্সের ভিডিও প্রত্যাহার কূটনৈতিক সংবেদনশীলতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কও উসকে দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০৫ টন মানবিক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এক...

আর্জেন্টিনার সাল্টায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাল্টা প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর:...

Related Articles

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা,এলডিপিতে অস্থিরতা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)–কোমেইতো...

গাজার অনাহার আড়াল করতে গুগলকে ৪৫ মিলিয়ন ডলার দিল ইসরায়েল: ড্রপ সাইট নিউজের তদন্ত

গাজার ভয়াবহ মানবিক সংকট ও অনাহারের চিত্র ঢাকতে প্রপাগান্ডা ছড়ানোর জন্য ইসরায়েল...

চন্দ্রগ্রহণ ও রাসূলুল্লাহ (সা.) এর দিকনির্দেশনা!

আল্লাহ তাআলার সৃষ্টির অনন্য নিদর্শন সূর্য ও চন্দ্র। সময়ের আবর্তে চন্দ্রগ্রহণ ও...

সীমান্তের শূন্যরেখায় মেয়ের আকুতিতে মায়ের শেষ মুখ দেখা, বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ

মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষবারের মতো মুখ দেখা হবে কিনা, সেই অনিশ্চয়তায়...