Home আন্তর্জাতিক সালমান খানের পরিবারে গণেশপুজোর নেপথ্য কাহিনি প্রকাশ করলেন তাঁর বাবা সেলিম খান
আন্তর্জাতিকবিনোদন

সালমান খানের পরিবারে গণেশপুজোর নেপথ্য কাহিনি প্রকাশ করলেন তাঁর বাবা সেলিম খান

Share
Share

বলিউড সুপারস্টার সালমান খান প্রতি বছরই পরিবারসহ ধুমধাম করে গণেশচতুর্থী উদ্‌যাপন করেন। তবে মুসলিম পরিবার হয়েও কেন এই উৎসব পালিত হয়, তা নিয়ে অনুরাগীদের মনে প্রায়ই প্রশ্ন জাগে। এবার সেই উত্তর দিলেন সালমান খানের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান।

সেলিম খান জানান, তাঁদের পরিবারে গণেশপুজোর ঐতিহ্য শুরু হয়েছে বহু আগে থেকেই, এমনকি তাঁর বিয়েরও আগে। তিনি বলেন, “আমাদের পরিবার ইনদওরের একটি হিন্দু এলাকায় থাকত।

সেখানে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সবাই মিলেমিশে উৎসব করত, খাবার ভাগাভাগি করত। সেই সময় থেকেই আমাদের বাড়িতে গণেশপুজো করা শুরু হয়।” গত ১৫ বছর ধরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খান পরিবারের প্রধান ফ্ল্যাটের প্রবেশপথেই স্থায়ীভাবে রাখা হয়েছে একটি গণেশমূর্তি। এই দীর্ঘদিনের ঐতিহ্যই আজও পালন করে চলেছেন তাঁরা।

সেলিম খান আরও বলেন, তিনি ছোটবেলায় হিন্দু বন্ধুদের সঙ্গেই বেশি মেলামেশা করেছেন। স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী থাকলেও তাঁর বন্ধুত্ব হয়েছিল মূলত হিন্দু সহপাঠীদের সঙ্গে। হিন্দু সংস্কৃতির আবহেই বড় হয়ে ওঠায় জীবনের নানা প্রেক্ষাপটে সেই প্রভাব স্পষ্ট। এমনকি তিনি প্রথমে সাতপাক ঘুরে বিয়ে করেছিলেন, পরে নিকাহ সম্পন্ন হয়।

তাঁর স্ত্রী সুশীলা চরক (বিয়ের পর সালমা খান) হিন্দু পরিবার থেকে আসলেও, ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে উভয় পরিবারের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। শুধু স্ত্রীর পরিবারের একজন দূরসম্পর্কের আত্মীয় সামান্য আপত্তি জানিয়েছিলেন বলে জানান সেলিম।

এই মানসিকতাই ছেলের মধ্যে প্রতিফলিত হয়েছে বলে মত সেলিম খানের। তাই সালমান খান প্রতি বছরই পরিবারের সঙ্গে আন্তরিকভাবে গণেশচতুর্থী পালন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি, দু’দিনে নিহত ৭

দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চার মাস পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত রোববার থেকে শুরু হওয়া সংঘাতে অন্তত...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ ইং। ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ১৭ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।...

Related Articles

দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দ্রুত নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু...

কঠোর নিরাপত্তায় আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশ, উত্তেজনা চরমে

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যেই প্রায় দুই শতাধিক...

মিয়ানমারের হাসপাতালে বিমান হামলা: নিহত কমপক্ষে ৩১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে...

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬...