আজ মঙ্গলবার (২৭ মে) সকালে, সারাদেশের মাফিয়া জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানের পর সহযোগী মোল্লা মাসুদ সহ সুব্রত বাইনকে আটক করা হয়।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র। সূত্র বলছে, আজ যেকোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হতে পারে। স্থানীয়রা জানিয়েছে , মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করেছে সেনাবাহিনী ।
কালিশংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেল দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত, মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি বাড়ি দুই যুবক ভাড়া নেয়। ওই বাসার নিচ তলায় তারা থাকতেন। হঠাৎ ভোররাতে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে আটক করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা।
ওই বাড়িতে কয়েকজন শিক্ষার্থীর ভাড়া থাকেন। তাদের মধ্যে একজন বলেন, ‘সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনাসদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। অভিযানে সুব্রত বাইনকে আটক করা হয়েছে বলে সেনা সদস্যদের একজন বলেন ।
’কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী অভিযান পরিচালনা করেছে কি না জানি না। জানার চেষ্টা করছি।’
Leave a comment