পুলিশ নাটোর থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ ,পাবনা থেকে উদ্ধার করেছে । শিশুটির পোড়া মরদেহ একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাবনার চাটমোহর উপজেলার গফরগাঁও এলাকায় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম জুঁই (৭)। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহেরুল ইসলামের মেয়ে।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) বড়াইগ্রাম থেকে নিখোঁজ হয় সে।
মাহাবুব হোসেন ( বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ) বলেন, সোমবার বিকেলে একই এলাকার তার দাদির বোনের বাড়িতে বেড়াতে যায়। বাড়ির সবাই মনে করে সেখানেই গিয়েছে জুঁই। সকালে স্কুলে যাওয়ার কথা থাকলেও সে স্কুলে যায়নি।
এরপর শিশুটির মা খোঁজ নিয়ে জানতে পারে ওই ( দাদির বোনের) বাড়িতেও জুঁই যায়নি। পরে খোঁজ শুরু করলে চাটমোহর থানার গফরগাঁও এলাকার একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদের খুঁজে পায় পরিবার।
এই পুলিশ কর্মকর্তা জানান, মুখ যাতে চেনা না যায় তাই পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী দিয়ে পোড়ানো হয়েছে বা কী ঘটেছে তা ডাক্তারি পরীক্ষার পরে বলা যাবে। এই ঘটনায় পাবনার চাটমোহর থানায় মামলা হবে ।
Leave a comment