বাংলাদেশে চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে, পাশাপাশি প্রায় ৫০ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হতে চলেছেন। তবে নির্বাচন কমিশন (ইসি) লক্ষ্য নির্ধারণ করেছিল ৬১ লাখের বেশি নতুন ভোটার সংযোজনের।
আজ (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোটার তালিকা হালনাগাদের পরিসংখ্যান
মোট নতুন ভোটার যোগ হচ্ছে: ৪৯,৭০,৩৮৮ জন
মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে: ১৫,২৩,০০০ জন (১.৭৭%)
মোট ভোটার বৃদ্ধির হার: ৩.৯%
বাদ পড়াদের হার: ২.৪৪%
নতুন ভোটার বৃদ্ধির হার: ১.৪৬%
সচিব জানান, ১৬ লাখ নারী ভোটার নতুনভাবে নিবন্ধন করেছেন। যাঁরা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাঁদেরও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে এবং এ প্রক্রিয়া আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে।
নতুন ভোটাররা অনলাইনে বা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। তবে যদি কোনো তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের সময় কোনো বাড়িতে না গিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশন সেই বিষয়টি খতিয়ে দেখবে।
এছাড়া, মিথ্যা তথ্য দিয়ে কেউ ১৭ বছর বয়সে ভোটার হয়েছেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে কেউ নির্দিষ্ট অভিযোগ জানালে কমিশন তা যাচাই করবে।
এই হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে দেশের ভোটার তালিকাকে আরও নির্ভুল ও আধুনিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Leave a comment