Home রাজনীতি আওয়ামী লীগ বগুড়া কারাগারে এক মাসে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু!
আওয়ামী লীগআঞ্চলিকরাজনীতিরাজশাহী

বগুড়া কারাগারে এক মাসে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু!

Share
Share

বগুড়ায় গত এক মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এসব নেতাকে ‘নাশকতা’ ও ‘হত্যা মামলার’ আসামি হিসেবে আটক করা হয়েছিল। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগ বা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিবার এবং আওয়ামী লীগ এসব মৃত্যুকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটে সোমবার, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় সহ-সভাপতি আব্দুল মতিন মিঠুর ক্ষেত্রে। কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে বুকে ব্যথা অনুভব করার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন, এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনুও কারাগারে আটক অবস্থায় মারা যান।
বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, মৃত্যুবরণকারীরা আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, “তারা বয়স্ক এবং কারাগারে আসার আগেই অসুস্থ ছিলেন। কারাগারে কোনো অবহেলা হয়নি। অসুস্থতা বেড়ে যাওয়ায় হৃদরোগ বা স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে।”
আওয়ামী লীগের নেতারা এসব মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করছেন। দলের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব নেতাকে আটক এবং পরে ‘অমানবিক পরিস্থিতিতে’ রাখা হয়েছিল।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন, “কারাগার বা পুলিশ হেফাজতে যেকোনো মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে।” আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কারাগারে ৬২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৯ জন বিচারাধীন ছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা এবং গ্রেফতারের ঘটনা বাড়ছে। এ পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘নাশকতা’ ও ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ব্যাপক সংখ্যক মামলা হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি শান্ত করতে এবং মৃত্যুর যথাযথ তদন্ত নিশ্চিত করতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...

দিনাজপুরে পুকুরে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে সিয়াম হোসেন (১৯ মাস)...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায়...