রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মাশরুর রহমান। তিনি একা বাস করতেন, স্ত্রী আগেই মারা গেছেন এবং সন্তানেরা থাকেন অন্যত্র।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তাঁর ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি মাশরুরের ছেলেদের জানান। পরে তাঁর ছেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে রাতেই পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ছয়তলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখে, মাশরুর রহমানের মরদেহ বিছানার ওপর অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
ওসি আরও জানান, গত ঈদুল ফিতরের দিন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর পরিবারের সদস্যরা শেষবারের মতো তাঁকে দেখতে গিয়েছিলেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
মাশরুর রহমানের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a comment