ভোলায় তজুমুদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকার জন্য বন্ধুর স্ট্যাম্পের আঘাতে মৃত্যু হয়েছে শাকিল নামে এক যুবকের ।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিল ছিলেন ওই গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাকিলের কাছ থেকে কয়েক দিন আগে ৬০০ টাকা ধার নিয়েছিলেন তার বন্ধু তামিম, যিনি একই গ্রামের নূরনবী পণ্ডিতের ছেলে। টাকা ফেরত চাওয়া নিয়ে এর আগেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।
শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তারা। খেলা শেষে তামিম আবারও টাকা চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশপাশের বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে সবাইকে মাঠ ছাড়তে বাধ্য করেন।
কিন্তু উত্তেজনার রেশ তখনও কাটেনি। কিছুক্ষণ পর পাশের একটি দোকানে চা খাওয়ার সময় তামিম হঠাৎ হাতে থাকা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন শাকিল।
সহপাঠীরা দ্রুত শাকিলকে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানো হয়।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তজুমুদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত মলো বলেন,“মাত্র ৬০০ টাকা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা কেউই প্রত্যাশা করে না। নিহত শাকিলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
Leave a comment