Home আন্তর্জাতিক পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি সাবেক অভিনেত্রীর
আন্তর্জাতিকবিনোদন

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি সাবেক অভিনেত্রীর

Share
Share

ভারতীয় বিনোদন জগতের সাবেক অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত সানা খানের নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠানে ছবি তোলার সময় তিনি, সহ-অতিথি বসির আলির পাশে সরাসরি দাঁড়াতে অনীহা প্রকাশ করেন এবং স্বামী মুফতি আনাস সৈয়দকে মাঝখানে রেখেই ছবি তোলার অনুরোধ জানান। ঘটনাটি নিয়ে অনলাইনে নানা আলোচনা শুরু হয়েছে—যেখানে ব্যক্তিগত বিশ্বাস, সামাজিক আচরণ ও জনসম্মুখে সীমারেখা নিয়ে মতভেদ দেখা যাচ্ছে।

সানা খান ২০২০ সালে অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরবর্তীতে কাজি মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে তিনি গ্ল্যামার জগত থেকে দূরে থেকে পারিবারিক ও ধর্মভিত্তিক জীবনধারা অনুসরণের কথা জানান। এরপর থেকে তার জীবনযাপন, পোশাক-পরিচ্ছদ ও জনসমক্ষে উপস্থিতি নিয়েও সময়ে সময়ে আলোচনা হয়েছে।
সাম্প্রতিক ঘটনাটি ঘটে একটি পডকাস্ট অনুষ্ঠানের পর্ব শেষ হওয়ার পর। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির আলি, যিনি রিয়েলিটি শো-ভিত্তিক জনপ্রিয়তার জন্য পরিচিত। অনুষ্ঠান শেষে ফটোগ্রাফাররা অংশগ্রহণকারীদের একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে সানা খান হাসিমুখে জানান, তিনি চান তার স্বামী মাঝখানে থাকুন। পরে তিনজন একসঙ্গে ছবি তোলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একদল সানার সিদ্ধান্তকে ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের মতে, একজন জনপরিচিত ব্যক্তিও নিজের আরাম ও মূল্যবোধ অনুযায়ী সীমারেখা নির্ধারণ করতে পারেন। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে সামাজিক মিথস্ক্রিয়ার দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন।

ঘটনার সময় পরিস্থিতি সহজ করতে বসির আলিকেও মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, “আমরা তিনজন একসঙ্গেই আছি।

জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত সিদ্ধান্ত প্রায়ই জনপরিসরে আলোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, জনসম্মুখে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যক্তিগত বিশ্বাস ও স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে সামাজিক পরিসরে ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির উপস্থিতি স্বাভাবিক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে- নেতানিয়াহু

ইসরায়েলের ওপর সম্ভাব্য যেকোনো হামলার ক্ষেত্রে ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি...

দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণে তিন দিনের আল্টিমেটাম ইরানের

সরকারবিরোধী সহিংস বিক্ষোভে জড়িত নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে...

Related Articles

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৬০০০

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ছয় হাজার মানুষের প্রাণহানির...

মেক্সিকোর সালামাঙ্কায় ফুটবল মাঠে সশস্ত্র হামলা: নিহত ১১

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলাকালীন সশস্ত্র হামলায়...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ রোববার ২৬ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১২ মাঘ, ১৪৩২ বাংলা। ৬ শাবান,...

যাত্রীবোঝাই ফেরি ডুবি: নিহত অন্তত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবোঝাই ফেরি ডুবে যাওয়ার ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা...