পটুয়াখালীর বাউফল উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে হাত-পা-মাথাবিহীন অবস্থায় অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর ব্যারেট এলাকা থেকে কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটির হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। মরদেহের পাশেই ছিল একটি নীল রঙের প্যান্ট। নিহত শিশুর বয়স আনুমানিক সাত থেকে আট বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালাইয়া নৌ–ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সুরতহালে নিশ্চিত হওয়া গেছে এটি একটি শিশুর মরদেহ। তবে কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনো পরিষ্কার নয়। আশপাশের থানাগুলোতে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।”
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
অজ্ঞাত শিশুর এমন মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তারা দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।
Leave a comment