ফেনী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একটি কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আবদুল কাইয়ুম (২৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাইয়ুম রাঙামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের লাইনম্যানও গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দিঘী আরিফ ব্রিক ফিল্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও লাইনম্যান গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত লাইনম্যানের চিকিৎসা চলছে।
ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির গতি নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রায় প্রতিদিনই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট-বড় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।
Leave a comment