কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছিনতাইকারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চকরিয়া রেলস্টেশন সংলগ্ন হাজী রওশন আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাপ্পী নামে পরিচিত এক ছিনতাইকারী ওই এলাকায় রিয়াজ নামের এক ব্যক্তিকে ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করলে সে হঠাৎ দেশীয় বন্দুক দিয়ে গুলি ছোড়ে।
গুলিতে আহত হয়েছেন পাঁচজন:
• রেজাউল করিম (২৭) ও তারেক (২১) — কোরালখালী গ্রামের নুরুল আমিনের দুই ছেলে
• আতিকুর রহমান (২৩) — চকরিয়া উপজেলার সিকান্দারপাড়ার বাসিন্দা
• ইরফান (১৮) — কোরালখালী গ্রামের বেলাল উদ্দিনের ছেলে
• মনজুর আলম (৫৩) — পূর্ব বড় ভেওলা গ্রামের আহমদ হোসেনের ছেলে
প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
গুলির ঘটনার পর এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
চকরিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে তারা এলাকায় গেছেন এবং ঘটনার তদন্ত চলছে। ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে আটক করতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় কিছুদিন ধরে ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। বিশেষ করে রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে অপরাধীরা।
Leave a comment