আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার কঠোর অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার জানিয়েছেন, এবারের পূজার মেলায় কোনোভাবেই মদ বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বা আসর বসতে দেওয়া হবে না।
পূজার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, পূজামণ্ডপগুলোর চারপাশে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। দিনে তিনজন, রাতে চারজন করে আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাহারায় থাকবেন। তারা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করবেন।
উপদেষ্টা আরও জানান, পূজামণ্ডপে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর থাকবেন। নতুনভাবে চালু হওয়া ‘অ্যাপ’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে যেকোনো ঘটনা সঙ্গে সঙ্গে জানানো ও যাচাই করা যাবে।
সীমান্তবর্তী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবেন, আর দেশের ভেতরে আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই বছর দেশজুড়ে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় প্রতিমা বিসর্জনও শৃঙ্খলার মধ্য দিয়ে ক্রমানুসারে সম্পন্ন হবে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “গতবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা আয়োজন কমিটিও কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি।”
Leave a comment