Home আন্তর্জাতিক আল্পস পর্বতমালায় তুষারধস: নিহত ৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

আল্পস পর্বতমালায় তুষারধস: নিহত ৮

Share
Share

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারি তুষারপাতের পর একের পর এক তুষারধসে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন স্কিয়ার। পৃথক এসব দুর্ঘটনা দেশটির শীতকালীন পর্যটনকেন্দ্রগুলোতে গভীর উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় তুষারধসের ঝুঁকি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

রোববার (১৮ জানুয়ারি) অস্ট্রিয়ার মুরটাল জেলাতে সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সাতজন চেক স্কি ট্যুরার নিয়ে গঠিত একটি দল পাহাড়ি অঞ্চলে স্কিইং করার সময় হঠাৎ তুষারধসের কবলে পড়ে। এ ঘটনায় দলের তিনজন স্কিয়ার সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়েন। খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক অনুসন্ধান সরঞ্জামের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করেন।

দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারধসের পর প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বরফের স্তর এতটাই পুরু ছিল যে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।

এর একদিন আগে, শনিবার (১৭ জানুয়ারি) অস্ট্রিয়ার সালজবুর্গের কাছের পঙ্গাউ (Pongau) এলাকায় ঘটে আরও ভয়াবহ ঘটনা। সেখানে সাতজন অফ-পিস্ট স্কিয়ার নিয়ে গঠিত একটি দল তুষারধসের কবলে পড়ে। স্থানীয় উদ্ধারকারী সংস্থার বরাতে অস্ট্রিয়ান গণমাধ্যম জানায়, ওই ঘটনায় চারজন স্কিয়ার নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

একই দিনে পঙ্গাউ এলাকার অন্য একটি পাহাড়ি ঢালেও আলাদা একটি তুষারধস ঘটে, যেখানে আরও একজন স্কিয়ার প্রাণ হারান। ফলে শনিবার ও রোববার মিলিয়ে এই অঞ্চলে মোট আটজনের মৃত্যু হয়, যা চলতি শীত মৌসুমে অস্ট্রিয়ার আল্পসে সবচেয়ে প্রাণঘাতী পর্বগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন,
“বারবার স্পষ্ট সতর্কতা দেওয়া সত্ত্বেও আবারও একাধিক তুষারধসের ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে এসব ঘটনার পরিণতি ছিল প্রাণঘাতী। বর্তমান তুষারধস পরিস্থিতি কতটা ভয়াবহ, এই ট্র্যাজেডিগুলো সেটাই স্পষ্ট করে তুলেছে।”

বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহজুড়ে আল্পস পর্বতমালায় টানা ভারি তুষারপাত, তার ওপর হঠাৎ তাপমাত্রার ওঠানামা পাহাড়ি ঢালে বরফের স্তরকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। এর ফলে সামান্য কম্পন বা মানুষের চলাচলেই তুষারধস নামার আশঙ্কা বহুগুণে বেড়ে যাচ্ছে।

অস্ট্রিয়ার পুলিশ ও আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনেক স্কিয়ার সতর্কতা উপেক্ষা করে অফ-পিস্ট স্কিইং–এ জড়িয়ে পড়ছেন, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অফ-পিস্ট এলাকায় সাধারণত তুষারধস প্রতিরোধ ব্যবস্থা বা নিয়মিত পর্যবেক্ষণ থাকে না, ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি।

এর আগেও চলতি সপ্তাহে আল্পসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন স্কি রিসোর্ট এলাকায় অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সী এক চেক কিশোর তুষারধসে প্রাণ হারায়। এর কয়েক দিন আগে পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরার একইভাবে নিহত হন।

এই ধারাবাহিক দুর্ঘটনার পর অস্ট্রিয়ান কর্তৃপক্ষ আল্পস অঞ্চলের বিভিন্ন অংশে সর্বোচ্চ মাত্রার তুষারধস সতর্কতা জারি করেছে। পর্বতারোহী, স্কিয়ার এবং পর্যটকদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গাইড ছাড়া অফ-পিস্ট স্কিইং সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশ ও দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের পাহাড়ি অঞ্চলে তুষারপাতের ধরন বদলে যাচ্ছে। কখনো অতিরিক্ত ভারি তুষারপাত, আবার কখনো হঠাৎ উষ্ণ আবহাওয়া—এই চরম বৈচিত্র্য তুষারধসের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক তরুণ বিক্ষোভকারীর ফাঁসি আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত...

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও...

Related Articles

করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮...

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত...

পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর...

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামে এক কিশোর নিহত হয়েছেন।...