Home আঞ্চলিক পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

Share
Share

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আকাশের বাড়ি ফরিদপুর জেলায়।

রোববার (স্থানীয় সময়) রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি আবাসিক মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে আপাতত কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। মেসের অন্যান্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আকাশ সরকারের সাম্প্রতিক আচরণ, মানসিক অবস্থা এবং ব্যক্তিগত বা একাডেমিক কোনো চাপ ছিল কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই আকাশ সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বড় ভাই ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রক্টর বলেন, “পুলিশের প্রাথমিক রিপোর্ট ও ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক তরুণ বিক্ষোভকারীর ফাঁসি আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত...

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও...

Related Articles

করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮...

নির্বাচন কমিশন বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাপে একের পর এক...

ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে পোষা হাতির মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় ডোবায় পড়ে গুরুতর আহত...

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে...