ইরানের জনগণকে রক্ষার অজুহাতে প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।
স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “আয়াতুল্লাহদের বলছি—আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
গ্রাহাম আরও দাবি করেন, ইরানে বড় ধরনের পরিবর্তন আসন্ন, আর চলমান আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তার ভাষায়, এই আন্দোলন শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের অভিযোগ উঠেছে, যার জেরে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্রমাগত কঠোর ভাষায় মন্তব্য আসছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে ওয়াশিংটন ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখাবে।
বিশ্লেষকদের মতে, লিন্ডসে গ্রাহামের বক্তব্য কেবল ব্যক্তিগত মতামত হলেও, এটি ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এমন মন্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার নিয়েও নতুন প্রশ্ন তুলছে
Leave a comment