Home আন্তর্জাতিক ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো: গাজায় ৫০০ কোরআনের হাফেজকে সংবর্ধনা
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো: গাজায় ৫০০ কোরআনের হাফেজকে সংবর্ধনা

Share
Share

ইসরায়েলের টানা দুই বছরব্যাপী ভয়াবহ আগ্রাসনে বিধ্বস্ত গাজার বুকে আবারও ফিরে এসেছে আনন্দ ও আশার এক অনন্য মুহূর্ত। পশ্চিম গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ৫০০ জন কোরআনের হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা জানিয়ে আয়োজন করা হয়েছে আনন্দ মিছিল ও সম্মাননা অনুষ্ঠান। ধ্বংসস্তূপে পরিণত এই জনপদে এমন আয়োজন যুদ্ধক্লান্ত মানুষের মনে নতুন করে প্রাণসঞ্চার করেছে।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের বরাতে জানা গেছে, জরুরি কমিটির তত্ত্বাবধানে এবং আইয়াদুল খাইর ফাউন্ডেশন ও কুয়েতভিত্তিক আলিয়া চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “গাজা কোরআনের হাফেজদের হাত ধরে আবারও বিকশিত হচ্ছে”।

শাতি শিবিরের ভেতর থেকে শুরু হওয়া আনন্দ মিছিলে তাকবির ও তাহলিল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শৃঙ্খলাবদ্ধ সারিতে হেঁটে সামনে এগিয়ে যান হাফেজ ও হাফেজারা। তাদের হাতে ছিল পবিত্র কোরআন শরিফ, ফিলিস্তিনের পতাকা এবং দৃঢ়তা ও আশার বার্তাসংবলিত প্ল্যাকার্ড।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা করতালি ও দোয়ার মাধ্যমে তাদের অভিনন্দন জানান। যে সড়কগুলো একসময় বোমা হামলা ও ধ্বংসযজ্ঞের সাক্ষী ছিল, সেগুলোই সেদিন রূপ নেয় শান্তি, আনন্দ ও মানবিক উল্লাসে ভরা এক গণউৎসবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া হাফেজা ইবতিসাম আবু হুয়াইদি বলেন, টানা দুই বছরের যুদ্ধের মধ্যে কোরআন হিফজ সম্পন্ন করা ছিল অত্যন্ত কঠিন। তবে এই কঠিন সময়েই কোরআন তাকে মানসিক শক্তি জুগিয়েছে। তিনি বলেন, “আল্লাহর কিতাবই ছিল আমাদের বেঁচে থাকার আশ্রয়।” তিনি গাজার তরুণ-তরুণীদের কোরআনের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান ।

অনুষ্ঠানের এক কোণে হুইলচেয়ারে বসে আবেগভরা চোখে পুরো আয়োজন উপভোগ করেন এক হাফেজের অভিভাবক মুশিরা আবু ওয়াতফা। তিনি বলেন, দারিদ্র্য, অবরোধ ও যুদ্ধ—কোনো কিছুই গাজার মানুষকে কোরআন শিক্ষার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। শরণার্থী শিবিরের রাস্তাজুড়ে হাফেজদের উপস্থিতি মানুষের মনোবল বাড়িয়েছে এবং আবারও প্রমাণ করেছে যে কোরআনই দুনিয়া ও আখিরাতে মুক্তির আলোকবর্তিকা।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ ও হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও প্রতীকী উপহার তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, গাজার কঠিন বাস্তবতায় ধর্মীয় পরিচয় রক্ষা ও নৈতিক মূল্যবোধ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, দুই বছরব্যাপী ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৮৩৫টির বেশি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টির বেশি। গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে অন্তত ৮৭৫ বার। এতে প্রাণ গেছে ৪১১ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন এক হাজার ১১২ জন।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় চালানো এই আগ্রাসনে প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। পাশাপাশি বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বগুড়ায় ব্যবসায়ী পিন্টু আকন্দ হত্যা: দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ব্যবসায়ী পিন্টু আকন্দকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩...

ভারত সরকার যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দেবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারত সরকারের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)—সিপিআইএমের পশ্চিমবঙ্গ...

Related Articles

তাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

হাদি হত্যা : মেঘালয়ে গ্রেপ্তার ফয়সালের দুই সহযোগী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ঢাকা...

মার্কা-নির্ভর রাজনীতি: ধানের শীষ পেতেই দল ভাঙা ও দলছাড়ের নজিরবিহীন ঢল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে দল ভাঙা ও দল ছাড়ার...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ রোববার ২৮ ডিসেম্বর, ২০২৫ ইং। ১৩ পৌষ, ১৪৩২ বাংলা। ৭ রজব, ১৪৪৭...