সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দেশে ফিরছেন। বৃহস্পতিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের ব্রিজ হাসপাতালে নেওয়া হবে। মধ্যরাত বা শুক্রবার সকালেই তাকে দেশ থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশের মানুষ যেভাবে তাঁর জন্য দোয়া করছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানাই।”
গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ দেখা দেওয়ায় ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকেই তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a comment