নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রান্তুষ সরকার (৩২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুর্বৃত্ত।
নিহত প্রান্তুষ সরকার বাঁশগাড়ি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় বাঁশগাড়ি বাজারে তার জুয়েলারি দোকান ছিল। রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যায় বাড়িতে এসে দুই ব্যক্তি প্রান্তুষকে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও আরেকজন মুখ বাঁধা ছিল। কিছুক্ষণ পর প্রান্তুষের খোঁজে মাঠে গেলে স্বজনরা দেখেন, ওই দুজন তার ওপর পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।
গুরুতর আহত অবস্থায় প্রান্তুষকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাবি হেনা রাণী সরকার বলেন, “আমাদের কোনো শত্রু নেই। যারা তাকে ডেকে নিয়ে গেছে তাদেরও আমরা চিনি না। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, “প্রাথমিকভাবে চাঁদাবাজির কারণে তাকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment