ঢাকার বংশালের কসাইটুলিতে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পে ২৩ বছর বয়সী সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি নিহত হয়েছেন। ঘটনার সময় মা নাসরিন জাহান নিপা তার সঙ্গে ছিলেন এবং গুরুতর আহত হন।
শনিবার (২২ নভেম্বর) বাদ আসর রাফিকে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে দাফন করা হয়। এর আগে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে রাফির লাশ বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন মা নিপাকে ছেলের কফিনের কাছে আনা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা যাও, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে।”
এই সময় উপস্থিত আত্মীয়-স্বজনসহ সবাই আবেগে ভেঙে পড়েন।রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে রাফি ও তার মা কসাইটুলিতে বাজার করার জন্য বের হন।
এক পাঁচতলা ভবনের রেলিং ধসে তার মাথা ও বুকে ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা নিপা হাত, কাঁধ ও চোখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন, মা নিপাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a comment