কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. শহীদুল ইসলাম (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শহীদুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং জলসিঁড়ি পরিবহনের চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শহীদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার সহকারী দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেন। পরে তিনি কাছাকাছি ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুমে যান।
দীর্ঘ সময় বাথরুম থেকে বের না হওয়ায় সহকারী ও হোটেল কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
Leave a comment