কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুসা ওই গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে। স্থানীয়দের ধারণা, ভ্যান চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে নিহতের পরিবার বলছে, এটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যা।
নিহতের মেয়ে শিখা বলেন, “ভ্যান চুরির জন্য কেউ এমনভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার কারণেই বাবাকে খুন করা হয়েছে।” ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান জানান, “নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভ্যানটি চুরি হয়নি, তাই বিষয়টি শুধুমাত্র চুরির ঘটনা নয়। আমরা তদন্ত করছি, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”
Leave a comment