Home জাতীয় অপরাধ স্ত্রী-সন্তানের হাতে খুন হন নয়ন: নৃশংস হত্যাকাণ্ডের জট খুলল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

স্ত্রী-সন্তানের হাতে খুন হন নয়ন: নৃশংস হত্যাকাণ্ডের জট খুলল

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া মো. নয়নের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, স্ত্রী সাবিনা আক্তার তার প্রেমিক রাসেলের সঙ্গে মিলে নয়নকে হত্যা করেন। হত্যার পর মরদেহ গুমে সহযোগিতা করেন পরিবারের সদস্যসহ আরও কয়েকজন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

পুলিশের তথ্যমতে, নিহত মো. নয়ন পেশায় অটোরিকশা চালক হলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিনা আক্তারের সঙ্গে নয়নের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।

সাবিনার আগের সংসারে দুই মেয়ে (সুমনা আক্তার (২০) ও সানজিদা আক্তার (১৮)—ছিল। পাঁচ থেকে ছয় বছর আগে সাবিনাকে বিয়ে করেন নয়ন। কিন্তু তিন বছর আগে নয়ন মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলে, সেই সময় সাবিনার সঙ্গে রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের (৪৫) সম্পর্ক গড়ে ওঠে।

গত ১৯ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন নয়ন। ফেরার পর স্ত্রীর প্রেমের বিষয়টি টের পেয়ে সাবিনাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এতে ঘনিষ্ঠ সম্পর্কে থাকা সাবিনা ও রাসেলের মধ্যে তৈরি হয় ভয়াবহ দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে নয়নকে হত্যার সিদ্ধান্ত নেয় তারা।

পুলিশ সুপারের বর্ণনা অনুযায়ী, পগত ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে সাবিনার ভাড়া বাসায় যান রাসেল। তখন বাসায় উপস্থিত ছিলেন সাবিনা ও তার দুই মেয়ে। সেখানে নয়নের সঙ্গে রাসেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাবিনা ও রাসেল নয়নকে বাসার একটি কক্ষে আটকে ফেলেন।

এরপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও ধারালো ছোরা দিয়ে কুপিয়ে নয়নকে হত্যা করেন তারা। ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

পরদিন অর্থাৎ ৬ অক্টোবর, হত্যার বিষয়টি ধামাচাপা দিতে সাবিনা ও রাসেল তাদের সহযোগী চয়ন (৩৮), মানিক (৩২), জুয়েল (৩০), নোমান, সুমাইয়া এবং নয়নের সৎ কন্যা সুমনা ও সানজিদাকে সঙ্গে নেন। তারা সবাই মিলে নয়নের দুটি পা বিচ্ছিন্ন করে, মরদেহ পলিথিনে মুড়িয়ে ড্রামের ভেতরে ভরে রাখেন। পরে ফতুল্লার শিয়াচর এলাকার মাওয়া সুপার মার্কেটের পাশের ফাঁকা জায়গায় ড্রামটি ফেলে দেন।

৭ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই ড্রাম উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে পাওয়া যায় নয়নের মরদেহ, যার দুটি পা আলাদা অবস্থায় ছিল।

ঘটনার পরপরই তদন্ত শুরু করে ফতুল্লা থানা পুলিশ। তদন্তে নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনা, তার প্রেমিক রাসেল এবং তাদের সহযোগীদের সংশ্লিষ্টতা উদ্ঘাটিত হয়।

এসপি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নয়ন হত্যার ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—সাবিনা আক্তার, তার দুই মেয়ে সুমনা ও সানজিদা, প্রেমিক রাসেল, সহযোগী চয়ন, মানিক ও জুয়েল।
এর মধ্যে সাবিনা, তার দুই মেয়ে ও চয়নকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে, মানিককে ফতুল্লার পিলকুনি এলাকা থেকে এবং জুয়েলকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়নের বিচ্ছিন্ন দুটি পা’সহ হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিহত নয়নের বাবা ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাতে গ্রেফতার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং হত্যার পেছনে আর কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায়...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

Related Articles

জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায়...

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে...

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায়...

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৮...