ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ–পশ্চিম তীরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার এ হামলার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার জবাবে হুথি বিদ্রোহীরা প্রায়ই এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা আবারও প্রমাণ করছে—অঞ্চলটিতে সামরিক সংঘাত ও সন্ত্রাসবাদে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে রয়েছে।
Leave a comment