সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুর দেহ বিস্কুটের প্যাকেটে ভরে একটি কক্ষে লুকিয়ে রাখে এবং স্বজনদের বিভ্রান্ত করতে জানায়, শিশুটি গর্ভেই দুই দিন আগে মারা গিয়েছিল।
ঘটনাটি ঘটে উপজেলার ভেড়ুয়াদহ এলাকার ‘পিস ল্যাব এন্ড হসপিটাল’-এ। ফরিদপাঙ্গাসী গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন (২২) বুধবার বিকেলে সিজারের জন্য ওই হাসপাতালে ভর্তি হন। স্বজনদের অভিযোগ, কোনো পরীক্ষা ছাড়াই অপারেশন করা হয় এবং অব্যবস্থাপনার কারণে নবজাতক মারা যায়। পরে মৃত শিশুকে বিস্কুটের প্যাকেটে গোপনে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, শেয়ার হোল্ডার ফারুককে আটক করা হয় এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরে শাহজাদপুর থানার পুলিশ পরিচালককে আটক করে। ওসি আসলাম আলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a comment