মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় নির্বাচনে ভোটাধিকার বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)ও বিতরণ করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জি টাওয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম তদারকি করেন। সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
নির্বাচন কমিশনার প্রধান বক্তৃতায় জানান, এবারের জাতীয় নির্বাচনে প্রথমবার প্রবাসীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে এবং প্রবাসী ভোটারদের জন্য তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”
মো. আনোয়ারুল ইসলাম প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বলেন:
• প্রবাসীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
• নিবন্ধনের পর তাদের ঠিকানায় ডাকের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে।
• ভোটাররা ব্যালট পূরণ করে নির্ধারিত খামে ফেরত পাঠাবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে।
• প্রবাসীরা অনলাইনে তাদের ব্যালট কোথায় পৌঁছেছে তা ট্র্যাকও করতে পারবেন।
নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ সহজ করার জন্য হাইকমিশন প্রয়োজনীয় সকল প্রচারণা ও সহায়তা কার্যক্রম চালাবে।
সভার শেষে মো. আনোয়ারুল ইসলাম প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
Leave a comment