Home আন্তর্জাতিক গাজায় একদিনে নিহত ৮৬ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় একদিনে নিহত ৮৬ ফিলিস্তিনি

Share
Share

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও একই সময়ের মধ্যে আহত হয়েছেন অন্তত ৪৯২ জন। নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়। বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৮৬ জনের মরদেহ এবং ৪৯২ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে প্রথম গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা এবং তারপর থেকে নিয়মিতই এটি ঘটছে। ফলে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৭৪৪ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহিপুরে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি, লাখ লাখ টাকার সম্পদ লুট

পটুয়াখালীর মহিপুরে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুর ও পূর্ব আলীপুর গ্রামে এই...

যুক্তরাজ্যে আশ্রয় আপিল প্রক্রিয়ায় বড় পরিবর্তনের উদ্যোগ

যুক্তরাজ্য সরকার আশ্রয় প্রার্থীদের আবেদন ও আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। লক্ষ্য হলো হোটেলে অবস্থানরত অভিবাসীদের সংখ্যা কমানো, যাদের অনেকেই বছরের...

Related Articles

সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের

সৌদি আরবে কাজ করার সময় মাথায় কাঁচ পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬)...

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের...

ভারত-চীনের মধ্যে নতুন উত্তেজনা,পানিযুদ্ধের আশঙ্কা

ভারত ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবার পানিসম্পদকে ঘিরে তীব্রতর হচ্ছে। সম্প্রতি...

ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে।...