রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ মিছিলের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ অভিযানে তা ভেস্তে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
রোববার (২৪ আগস্ট) বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০–২৫ জন যুবক ছদ্মবেশে ওই এলাকায় জড়ো হন এবং একপর্যায়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জ থেকে আসা ২০–২৫ জন ওই এলাকায় অবস্থান নিয়ে ভিন্ন সংগঠনের পরিচয় দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পরে তারা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করতে চাইলে পুলিশ ও স্থানীয়রা দ্রুত প্রতিহত করে।” তিনি আরও জানান, এ সময় বেশিরভাগই পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা বলেন, এলাকায় অপরিচিত কিছু লোক হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে শুরু করলে সন্দেহ হয়। পরে পুলিশ আসতেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
আটককৃত তিনজনের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় বড় কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি।
Leave a comment